মোঃ সাহিদুল ইসলাম শাহীন,বেনাপোল(যশোর):- বেনাপোল পোর্টথানাধীন পাঁচভূলোট সীমান্ত থেকে ১ কেজি ৫০০ গ্রাম স্বর্ণের বার সহ পপি খাতুন (২৫) নামে এক মহিলা পাচারকারীকে গ্রেফতার করেছে ২১,ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)'র সদস্যরা। আটক পাচারকারী পপি খাতুন বেনাপোলের পুটখালি গ্রামের কামাল হোসেনের স্ত্রী।
মঙ্গলবার(২৯শে সেপ্টেম্বর) দুপুরে পাঁচভূলোট সীমান্ত এলাকা থেকে স্বর্ণসহ মহিলা পাচারকারীকে গ্রেফতার করা হয়।
২১, বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে:কর্নেল মনজুর-ই-এলাহী জানান,পাঁচ ভুলোট সীমান্তে বিজিবি'র কাছে গোপন সংবাদ আসে, বড় ধরনের স্বর্ণের একটি চালান সীমান্ত দিয়ে ভারতে পাচার হবে। সংবাদ পেয়ে বিজিবি'র একটি টহল দল পাঁচ ভুলোট সীমান্ত অভিযান চালিয়ে ১৩টি স্বর্ণের বার সহ পপি খাতুন নামে এক মহিলা পাচার কারিকে গ্রেফতার করে। উদ্ধার স্বর্ণের মূল্য ১ কোটি টাকা বলে বিজিবি জানায়।
দীর্ঘদিন যাবৎ পপি খাতুন ও তার স্বামী স্বর্ণ পাচারের সাথে জড়িত বলে বিজিবি'র কাছে স্বীকার করেছে। তবে স্বর্ণের মুল মালিক এর তথ্য এখনও জানা যায়নি বলে বিজিবি জানিয়েছে। তাকে গ্রেফতারের জন্য জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে বিজিবি সদস্যরা। উদ্ধার হওয়া স্বর্ণ সহ পাচারকারী পপি খাতুন কে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
প্রেরক;- মোঃ সাহিদুল ইসলাম শাহীন
বেনাপোল প্রতিনিধি
শার্শা,যশোর।
মোবাইল:-০১৭৯১৩১২১১১।
You cannot copy content of this page