প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৭:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২০, ৭:৫৭ পূর্বাহ্ণ
রামগঞ্জে এমপির নির্দেশনায় প্রধানমন্ত্রীর জন্মদিনে চন্ডিপুর ইউপি চেয়ারম্যান কামাল ভুইঁয়ার ব্যাতিক্রমি উদ্যোগ
আবদুর রহমান,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিনে ০৫ নং চন্ডিপুর ইউনিয়ন আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইউপি হলরুমে দিনব্যাপী ব্যাপক আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
রামগঞ্জ আসনের এমপি ড. আনোয়ার খানের দিক নির্দেশনায় ইউপি চেয়ারম্যান কামাল ভুইয়ার নিরলস পরিশ্রমে জন্মদিন উপলক্ষে কুরআন খতম,মিলাদ মাহফিল, প্রধানমন্ত্রীর নেক হায়াত,সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের পূর্বে প্রধানমন্ত্রীর জীবনি নিয়ে জনসাধারণের উদ্দেশ্যে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ও ইউপি আওয়ামীলীগের আহবায়ক কামাল হোসেন ভূঁইয়া।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন আ.লীগের যুগ্নআহবায়ক ইসমাইল হোসেন ফরাজী, আওয়ামীলীগ নেতা জি এস নজরুল, ইকবাল হোসেন পাটোয়ারী, কামাল হোসেন পন্ডিত, তাজুল ইসলাম, চৌধূরী মেম্বার, ইউপি সচিব ও ইউপি আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ, কৃষকলীগ,স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিক লীগের নেতৃবৃন্দরা।
অনুষ্ঠান শেষে প্রায় ৫শতাধিক উপিস্থিত জনগণকে রাতের খাবার পরিবেশন করেন চেয়ারম্যান কামাল ভূঁইয়া।
© 2024 Probashtime