নড়াইলে ১২টি চোরাই মোবাইল সহ দুইজন চোরকে আটক করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে ডিবি পুলিশের এসআই মিলটন কুমার দেব দাসের নেতৃত্বে একদল ডিবি পুলিশ নড়াইল ভিক্টোরিয়া কলেজের সামনে বাধাঘাট গোল চত্বরের সামনে অভিযান চালিয়ে ১২ টি চোরাই মোবাইল সহ চোর মো বাদল ফকির ও নিলয় সর্দারকে আটক করে। আটককৃত বাদল ফকির পেড়লী গ্রামের দাউদ ফকিরের ছেলে ও নিলয় সদার্র (১৯) পেড়লী গ্রামের তবুল সরদারের ছেলে।
নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই মিলটন কুমার দেব দাস বলেন,থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
You cannot copy content of this page