দর্শকপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। সুন্দর বাচনভঙ্গি ও সাবলীল অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছেন তিনি। পছন্দের তালিকায় আছেন নির্মাতাদেরও। বড়পর্দায় চাহিদা থাকা সত্ত্বেও অনিয়মিত তিনি। মমর সব ব্যস্ততা ছোটপর্দা ঘিরে।
সম্প্রতি এ অভিনেত্রী শেষ করেছেন সাগর জাহানের পরিচালনায় ‘মন দরজা’ শিরোনামের একটি নাটক। এতে মমর বিপরীতে রয়েছেন নন্দিত অভিনেতা মোশাররফ করিম। নাটকটি নিয়ে আশাবাদী মম। সম্প্রতি রাজধানীর উত্তরায় নাটকটির চিত্রায়ণ সম্পূর্ণ হয়েছে।
নির্মাতা সূত্রে জানা গেছে, ‘মন দরজা’ নাটকটি খুব শিগগিরই একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে। পরে ইউটিউবে অবমুক্ত হবে।
You cannot copy content of this page