মোঃ সাহিদুল ইসলাম শাহীন,বেনাপোল(যশোর):- শার্শা উপজিলার বাগআঁচড়া থেকে ১৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি ইজিবাইক সহ দুই মাদক পাচারকারি কে গ্রেফতার করেছে শার্শা বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বাগআঁচড়া
তেতুলতলা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলো, বেনাপোল বড়আঁচড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে লিটন হোসেন (২৫) ও একই গ্রামের তরিকুল ইসলাম (২৪)।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে তেতুলতলা পাঁকা রাস্তা থেকে অভিযান চালিয়ে ১৫০ বোতল ফেন্সিডিল ও একটি ইজিবাইক সহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।
প্রেরক:- মোঃ সাহিদুল ইসলাম শাহীন
বেনাপোল প্রতিনিধি
শার্শা,যশোর।
মোবাইল:-০১৭৯১৩১২১১১।
Leave a Reply