নড়াইলের ৩টি উপজেলার ৩৯টি ইউনিয়ন ও দু’টি পৌরসভার ৯৪ হাজার ২৫৫ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। বুধবার বেলা ১১টায় সিভিল সার্জন অফিস সভাকক্ষে আয়োজিত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সংক্রান্ত সাংবাদিক ওরিয়েন্টশন কর্মশালায় এসব বিষয়ে অবহিত করা হয়।
ভিটামিন এ খাওয়ান শিশু মৃত্যুও ঝুঁকি কমান’ এ শ্লোগানে সারা দেশের ন্যায় নড়াইলেও রোববার (৪ অক্টোবর) শুরু হচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। কর্মশালায় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. অনিন্দিতা ঘোষ, ডা. শফিক তমাল, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা মোল্যা ফোরকান আলী, জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট হারাধন চন্দ্র মজুমদারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স্র মিডিয়ার সাংবাদকর্মী বৃন্দ।
সিভিল সার্জন ডা. আবদুল মোমেন জানান, ‘ভিটামিন এ শুধু অপুষ্টি জনিত অন্ধত্ব প্রতিরোধই করেনা বরং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি কওে ডায়রিয়ার ব্যাপ্তি কাল ও জটিলতা দুর করে শিশু মৃত্যুও হার কমায়। শিশু মৃত্যু রোধে জন্মের পর নব জাতককে কেবল মায়ের শাল দুধ পান করানোর পরামর্শ দেয়া হয়। এয়াড়া শিশুর বয়স ৬মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি তিনি ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর পরামর্শ দেন।
You cannot copy content of this page