কিংবদন্তি অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান টিউবারকিউলোসিস ব্যাকটেরিয়া সংক্রমিত টিবি রোগে আক্রান্ত হয়েছেন।
বর্তমানে তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল সোমবার তার ১৪ দিনের কোয়ারেন্টিন শেষ হয়েছে।
বেশ কিছুদিন ধরে ঠান্ডা-জ্বরে ভুগছিলেন চিত্রনায়ক ফারুক। গত ১৮ আগস্ট রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। কিছুটা সুস্থবোধ করলে ২৬ আগস্ট হাসপাতাল ত্যাগ করেন তিনি।
ফের অসুস্থ হলে ২৯ আগস্ট তাকে একই হাসপাতালে ভর্তি করা হয়। গত ১৩ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরে যান।
You cannot copy content of this page