মোঃ সাহিদুল ইসলাম শাহীন,বেনাপোল(যশোর):- নিষিদ্ধ ঘোষিত ভারতীয় ফেন্সিডিল সহ দুই মাদক পাচার কারীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
বেনাপোলে পোর্ট থানা সূত্রে জানা গেছে, শুক্রবার(২ অক্টোবর) দুপুরের দিকে বেনাপোল পোর্ট থানাধীন ভবারবেড় গ্রামে এক অভিযান চালিয়ে ২৫ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ মোঃ মাহে আলম(৩০) ও লাইলী খাতুন(৩২)নামে দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করে পুলিশ। মাহে আলম ভবারবেড় গ্রামের আব্দুল রশিদের ছেলে এবং লাইলী খাতুন একই গ্রামের তৈয়েব আলীর স্ত্রী
এবিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, পুলিশের কাছে সংবাদ আসে, মাহে আলম ও লাইলী ভারত থেকে বিপুল পরিমান ফেন্সিডিল এনে বাড়িতে মজুত করেছে। এমন সংবাদ পেয়ে এসআই মোস্তাফিজুর রহমান,এএসআই আলমগীর হোসেন তাদের সঙ্গীয় ফোর্স নিয়ে গ্রেপ্তার হওয়া আসামিদের বাড়িতে অভিযান চালিয়ে ফেন্সিডিল সহ তাদের দুইজনকে হাতেনাতে ধরে ফেলে। পরে তাদের কে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। মাহে আলম এবং লাইলি খাতুনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শনিবার যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে ওসি জানিয়েছেন।
প্রেরক:- মোঃ সাহিদুল ইসলাম শাহীন
বেনাপোল প্রতিনিধি
শার্শা,যশোর।
মোবাইল:-০১৭৯১৩১২১১১।
You cannot copy content of this page