স্টাফ রিপোর্টারঃ
হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন বিশিষ্ট সংগীতশিল্পী লুপর্ণা মুৎসুদ্দী লোপার মা উষা রানী মুৎসুদ্দী(৭৯)।
আজ শুক্রবার (০২ অক্টোবর ) সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।
ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে দুপুর ২টায় স্থানীয় চাদঁগাও সার্বজনীন শ্মশান প্রাঙ্গণে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
পারিবারিক সূত্রে জানান যায়, তিনি ২ সন্তান ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
রাউজান উপজেলার মহামনী পাহাড়তলী গ্রামের ঐতিহ্যবাহী ভীমরাজ ঠাকুর পরিবারের পুত্রবধু প্রয়াত মনমহিনী বড়ূয়া,কালীকৃপা বড়ুয়া সন্তান ।
এদিকে তাঁর এ মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply