সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সিরাজগঞ্জ সদরের আংশিক) আসনে সদ্য প্রয়াত নাসিম পুত্র প্রকৌশলী তানভীর শাকিল জয়কে মাননীয় প্রধানমন্ত্রী নৌকা প্রতীকে নির্বাচনের সুযোগ দিয়েছেন। এতে করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে কাজিপুরের মোহাম্মদ নাসিম স্মৃতি সংসদ।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে ওই সংগঠনের সভাপতি রোকনুজ্জামান ও সম্পাদক চিত্রশিল্পী কারিম খান জানান, "নাসিম পরিবারের বড় সন্তান সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়কে তাঁর পিতার আসনের উপ- নির্বাচনে মনোনয়ন দেয়ায় মোহাম্মদ নাসিম স্মৃতি সংসদ আনন্দিত। দেশ নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই সংগঠনের পক্ষ থেকে।"
তারা আরো জানান, নির্বাচনের মাঠে সরব থাকবে মোহাম্মদ নাসিম স্মৃতি সংসদের সকল সদস্য বৃন্দ।
You cannot copy content of this page