সবুজ সরকার বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে ১ অক্টোবর (বৃহস্পতিবার) সকালে মাধ্যমিক শিক্ষকদের মাসিক মিটিং চলমান সময়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টেনে ছিড়ে ফেলেছেন রান্ধুনী বাড়ি আলিমুদ্দিন ওসমানগনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুল ইসলাম। বিষয়টি স্থানীয় সংবাদকর্মীরা অবহিত হওয়ার পর বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও অনলাইন পোর্টালে" বেলকুচিতে বঙ্গবন্ধুর ছবি টেনে ছিড়লেন প্রধান শিক্ষক" শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমানের অদৃষ্টিগোচর হয়। পরবর্তীতে তিনি জাতীর জনকের ছবি ছেড়ার বিষয়ে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন।
এ বিষয়ে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান প্রতিবেদককে জানান, আমরা জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ছেড়ার বিষয়ে বিভিন্ন গনমাধ্যমে সংবাদ পড়েছি ও মৌখিক ভাবে অবহিত হয়েছে। তার প্রেক্ষিতে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছি। তদন্তের কাজ শেষ হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
You cannot copy content of this page