সারাদেশে সংঘটিত ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদ জানিয়ে নারীর প্রতি সহিংসতা বন্ধে এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে আলোক প্রজ্জ্বলন করেছে রাজধানীর তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগ।
৭ অক্টোবর (বুধবার) সন্ধ্যা ৭ টায় তিতুমীর কলেজের প্রধান ফটক থেকে শুরু হয়ে আলোক প্রজ্জ্বলন শহীদ মিনারের বেদীতে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়া, সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়লসহ ছাত্রলীগের নেতৃবৃন্দরা। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশেই গোটা দেশের ছাত্রলীগ শাখা ধর্ষণ ও নির্যাতিতাদের প্রতিবাদ জানিয়ে এ আলোক প্রজ্জ্বলন কার্যক্রমে অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন তিতুমীর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল।
আলোক প্রজ্জ্বলন শেষে নেতৃবৃন্দরা বক্তব্যে বলেন, আমরা মা বোনদের অনুরোধ করবো তারা যদি কোথাও কোনো হেনস্তার শিকার হয়, ধর্ষণের শিকার হয় তাহলে যেন ছাত্রলীগের নেতাকর্মীদের জানায়।ছাত্রলীগের নেতাকর্মীরা প্রতিটি ঘটনার বিচার নিশ্চিত করে ছাড়বে বলেও জানান।
Leave a Reply