ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ
প্রধান মন্ত্রীর অঙ্গিকার প্রতিটি গ্রাম হবে শহর। এই অঙ্গিকার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে সরকার।
বুধবার (৭ অক্টোবর) দিনাজপুরের ফুলবাড়ীতে গ্রামীন হাট-বাজার উন্নায়ন প্রকল্পের আওতায় উপজেলার কাজিহাল ইউনিয়নের রুদ্রানী হাট মার্কেট নির্মান কাজ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপোক্ত কথা বলেন, দিনাজপুর-৫আসনের সংসদ সদস্য দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক মন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি ।
উদ্বোধনী অনুষ্ঠানে কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন এর সভাপতিত্বে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী রায়হানুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম ডাবলুসহ স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
সাবেক মন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার বলেন, প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার গ্রামের মানুষের জিবন যাত্রার মান উন্নায়নে প্রতিটি গ্রামকে শহরে পরিনত করার কাজ করে যাচ্ছে। যাতে করে গ্রামের কৃষকরা তাদের উৎপাদিত পন্যর মূল্য পাওয়ার পাশাপাশি, গ্রামের শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা গ্রহন করতে পারে সেই লক্ষেও কাজ করছে। এই জন্য সকলকে সরকারের পাশে থাকার আহবান জানান।
You cannot copy content of this page