প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৪:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৯, ২০২০, ১২:২৮ অপরাহ্ণ
ধর্ষণসহ নারী নিপীড়নের প্রতিবাদে কালিয়ায় পল্লীসমাজের মানববন্ধন অনুষ্ঠিত
সিলেটের এমসি কলেজে ধর্ষণ, নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে নিপীড়ন, সাভারে নীলা হত্যাসহ দেশে ক্রমবর্ধমান ধর্ষণের প্রতিবাদে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নড়াইলের কালিয়ায় পল্লীসমাজের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে কালিয়ার তিনটি এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে কালিয়ার মাধবপাশা, বিষ্ণুপুর, বাবুপুর, ভোমবাগ, সীতারামপুর, মচন্ধপুর, পেড়লী এবং তেরখাদা উপজেলার জয়সেনা পল্লীসমাজের সদস্যরা অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন-ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর মাঠ সংগঠক লিপি বিশ্বাস, মিঠুয়ার রহমান, সমাজসেবিকা ডালিয়া বেগম, নাজমা বেগম, রোকসানা, শুকরিয়া, সাহিদা, সালমা, পরিনা, আলেয়া, যুথি, উন্নতি রানী, বীনা রানীসহ অনেকে। বক্তারা দেশব্যাপী ধর্ষণ ও নারী নিপীড়নসহ মানবাধিকার লঙ্ঘনজনিত ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। #
© 2024 Probashtime