পঞ্চগড় জেলা প্রতিনিধি: সারা দেশে নারী ধর্ষন ও নারী নির্যাতনের প্রতিবাদে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় মানববন্ধন. ঝাড়– প্রদর্শন ও কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।
বৃহস্পতিবার দেবীগঞ্জ উপজেলা নারী ফোরামের আয়োজনে বিজয় চত্বর এলাকায় এ মানববন্ধন ও কুশপুত্তলিকা দাহ করা হয়।
দেবীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিশতি, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী রৌশন আরা চিশতী, যুবলীগের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ মিঠু, ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক দীপ, মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্রের সভাপতি এবিএম আশরাফুল আলম লিটন, রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা কমান্ডর এ কে ভূইয়াঁ প্রমূখ।
এসময় বক্তারা বলেন, ধর্ষকদের আইনের আওতায় প্রকাশ্যে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করা হোক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে ধর্ষক, অন্যায়কারী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে একত্রিত হওয়ার আহ্বান জানান বক্তারা।
পরে ঝাড়ু নিয়ে মহিলারা মিছিল করে ও ধর্ষকদের কুশপুত্তলিকা দাহ করে।
You cannot copy content of this page