রাজশাহী শিশু একাডেমিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ'২০ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
"শিশুর সাথে শিশুর তরে, বিশ্ব গড়ি নতুন করে" স্লোগানকে সামনে রেখে ১১ অক্টোবর বিকাল ৩ টায় রাজশাহী শিশু একাডেমির সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি রাজশাহীর আয়োজনে সমাপনি অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এসিডির শিশু শিল্পীদের পরিবেশনায় নাটিকা " নিরাপদ সমাজ" মঞ্চস্থের মাধ্যমে শেষ হয় সমাপনি অনুষ্ঠানটি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনজুর কাদের, এসিডির প্রকল্প সমন্বয়কারী মিরাজ উদ্দিন তালুকদার, সোস্যাল ওয়ার্কার জাহিদ খাঁন, শিশু একাডেমির সুন্দর হাতের লেখা প্রশিক্ষক বিপাশা তালুকদার, প্রাক প্রাথমিক শিক্ষক হোসনে আরা রিনাা, শিশু বিকাশ কেন্দ্রের শিক্ষক সাবিনা আক্তার প্রমুখ।
You cannot copy content of this page