অনলাইন ডেস্ক রিপোর্টঃ
দ্রুত বিচার ট্রাইবুনালে সিলেট এমসি কলেজে সংঘটিত গণধর্ষণ এবং সিলেট বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ডের দৃষ্টান্ত মূলক বিচারের দাবী সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকার নেতৃবৃন্দের।
এক প্রেস বিজ্ঞপ্তিতে সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকার নেতৃবৃন্দ বর্বরোচিত এই ঘটনাগুলোর তীব্র নিন্দা জানিয়ে সঠিক তদন্তপূর্বক অপরাধী এবং তাদের আশ্রয়-প্রশ্রয় দাতাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয় এবং এদের বিচার যাতে দ্রুত বিচার আইনে সম্পন্ন করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানানো হয়।
খুব শীগ্রই অপরাধীদের কঠিন সাজার দাবি জানিয়ে সিলেট সদর থানা এসোসিয়েশনের পক্ষ থেকে সিলেট প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।
Leave a Reply