চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী বর্তমান মেম্বার আবদুল মালেকের টিউবওয়েল মার্কার সমর্থনে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় আধুনগর ডামির ঘোনার পুকুর পাড় সংলগ্ন এলাকায় এলাকাবাসীদের নিয়ে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে বক্তারা বলেন, বিগত ৫ বছর আবদুল মালেক এলাকাবাসীর সুখে দুঃখে পাশে দাড়িয়েছেন।তিনি ৬নং ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে জনগণের মন জয় করেছেন।তাই এবারও আবদুল মালেককে ভোট দিয়ে জয়যুক্ত করবেন-যোগ করেন বক্তারা।বৈঠকে এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ২০ অক্টোবর আমিরাবাদ, আধুনগর এবং লোহাগাড়া সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
You cannot copy content of this page