অসুস্থ হয়ে রাজধানীর একটি হসপিটালে ভর্তি হয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি শেষে ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।
খবর পেয়ে বিকেলে বিনেপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁকে দেখতে যান। তিনি রিজভী আহমেদ’র দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি চিকিৎসকদের কাছ থেকে তার চিকিতসার খোঁজ-খবর নেন। রিজভীর সহধর্মিনী আঞ্জুমানারা বেগমের সাথেও মহাসচিব কথা বলেন।
এ সময়ে বিএনপি এজেডএম জাহিদ হোসেন, আমানউল্লাহ আমান, আবদুস সালাম, মীর সরফত আলী সপু, মোস্তাফিজুর রহমান বাবুল, শামীমুর রহমান শামীম, রফিকুল ইসলাম, মীর নেওয়াজ আলী নেওয়াজ, ওয়ারেশ আালী মামুন, শায়রুল কবির খানসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে সাংবাদিকদের বিএনপি মহাসচিব বলেন, চিকিৎসকদের সাথে কথা হয়েছে। আমরা আশাবাদী তিনি সুস্থ হয়ে উঠবেন।
You cannot copy content of this page