নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জের চৌহালীতে প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের অংশগ্রহণে ইমাম সম্মেলন উপজেলা ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪অক্টোবর) সকালে উপজেলা পরিষদ কাঁঠাল বাগানে ইউএনও মোছা: আফসানা ইয়াসমিনের সভাপতিত্বে সম্মেলনে উপজেলার শতাধিক প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত,স্থানীয় সাংসদ আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল এমপি ,উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন সরকার ,ইসলামী ফাউন্ডেশনের উপ পরিচালক মোঃ ফারুক আহমেদ , ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার , উপজেলা আ’লীগের (ভা:) সভাপতি আবু নজির মিয়া , আ’লীগের সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব,সাবেক সভাপতি হজরত আলী মাস্টার, সিনিয়র সহ সভাপতি রশীদ বাবুল ও উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক তাজ উদ্দি,আলহাজ্ব মমিন মন্ডল এমপি বক্তব্যে সমাজের অসঙ্গতি, সামাজিক বন্ধন দৃঢ় করতে ইসলামের গুরুত্ব, ধর্ষণ ও বাল্যবিবাহ রোধে ইসলামের ভূমিকা, ইসলামে নারীর সম্মান, শিক্ষা, ও নিরাপত্তা, এবং সুশৃঙ্খল সমাজ গড়তে ইমামদের ভূমিকা ও করোনীয় সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
বিশেষ অতিথি ছিলেন, থানার ওসি তদন্ত তছলিম উদ্দিন ও আব্দুল লতিফ প্রমুখ ।
প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের পক্ষে বক্তব্য রাখেন, চৌহালী ডিগ্রি কলেজ জামে মসজিদ পেশ ইমাম মিজানুর রহমান।
Leave a Reply