মোঃ সাহিদুল ইসলাম শাহীন,বেনাপোল(যশোর):- বেনাপোল পোর্ট থানাধীন সীমান্তবর্তী গ্রাম পুটখালী'র বালুর মাঠ হতে ৮৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট সহ মোঃ জিয়া সরদার(৩৫) নামে এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
পোর্টথানা সুত্রে জানা গেছে, শুক্রবার(১৬ অক্টোবর) বেলা সাড়ে ১২ টার দিকে পুলিশের নিকট গোপন সংবাদ আসে সীমান্ত বর্তী গ্রাম পুটখালী'র বালুর মাঠ নামক স্থানে পাচারকারীদের মধ্যে ইয়াবা ট্যাবলেট লেনদেন হচ্ছে। এমন সংবাদ পেয়ে পোর্ট থানার এস আই সৈয়দ মাসনুন আলম, এ এস আই মুরাদ শেখ,কনেস্টবল এরশাদ শেখ,কনেস্টবল মহিউদ্দিন পুলিশ এর একটি অভিযানিক দল পুটখালী গ্রামে অভিযান চালায়। তথ্য মোতাবেক বালুর মাঠের ঐ স্থান থেকে ৮৫ পিস ইয়াবা সহ মাদক পাচারকারী জিয়া সরদার কে ধরতে সক্ষম হয়। জিয়া সরদার পুটখালী গ্রামের মৃত রুস্তম সরদারের ছেলে।
বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান গ্রেফতারের বিষয়টি উল্লেখ করে জানিয়েছেন, পাচারকারীরা প্রতিনিয়ত স্থান পরিবর্তন করে তারা সীমান্ত পথে অবৈধ ভাবে মাদক সহ বিভিন্ন প্রকার মালামাল পাচার করে থাকে। তবে,সীমান্ত জুড়ে বাংলাদেশ পুলিশ এবং বিজিবি'র কড়াকড়ি নজরদারী থাকায় চোরাকারবারীদের সকল অবৈধ কর্মকান্ড সফল হতে পারে না। আসামী জিয়া সরদার কে আগামীকাল মাদক আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হবে।
প্রেরক:- মোঃ সাহিদুল ইসলাম শাহীন
বেনাপোল প্রতিনিধি
শার্শা,যশোর।
মোবাইল:-০১৭৯১৩১২১১১।
You cannot copy content of this page