চট্টগ্রামের লোহাগাড়ার কলাউজান ইউনিয়নে ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৭ অক্টোবর) কলাউজান ইউনিয়ন পরিষদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কলাউজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ ওয়াহেদ, কলাউজান বিট পুলিশিং অফিসার এসআই অজয় দেব, আওয়ামী লীগ নেতা আবদুল জব্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
এসময় লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন নারী-শিশু ধর্ষণ ও নির্যাতন প্রতিরোধে বিট পুলিশিং কার্যকর ভূমিকা রাখবে। যেকোনো সমস্যা কিংবা বিপদে বিট পুলিশিংকে অবহিত করুন।
You cannot copy content of this page