নিজস্ব প্রতিবেদকঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৭তম জন্মদিন আজ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধু এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নরপিশাচরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল। তিনি তখন ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলেন।
এর আগে না মারার জন্য খুনিদের কাছে আর্জি জানিয়েছিলেন শেখ রাসেল। চিৎকার করে তিনি বলেছিলেন, ‘আল্লাহর দোহাই আমাকে জানে মেরে ফেলবেন না। আমার হাসু আপা দুলাভাইয়ের সঙ্গে জার্মানিতে আছেন। আমি আপনাদের পায়ে পড়ি, দয়া করে আপনারা আমাকে জার্মানিতে তাদের কাছে পাঠিয়ে দিন।’
সেদিন বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র রাসেলের এই আর্তচিৎকারে স্রষ্টার আরশ কেঁপে উঠলেও টলাতে পারেনি খুনী পাষাণদের মন। বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের অন্যান্য সদস্যের মত এই নিষ্পাপ শিশুকেও ’৭৫-এর ১৫ আগস্ট ঠান্ডা মাথায় খুন করা হয়।
এক বার্তায় শেখ রাসেলের জন্মদিনে গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় নির্বাচন পরিচালনা উপকমিটি সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় উপকমিটির সাবেক সদস্য ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রসায়নবিদ ডক্টর মো: জাফর ইকবাল।
রসায়নবিদ ডক্টর মো: জাফর ইকবাল বলেন, ‘‘বিনম্র শ্রদ্ধাঞ্জলি। প্রিয় রাসেল ভাইয়ের বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ যেন উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আপনার ওই কচি বুকের রক্তে ভেজা এই স্বাধীন বাংলা, তবে কেন এখনো হয়নি এ দেশে কলুষতা মুক্ত, কেন হয়নি স্বনির্ভরতার দেশ ও সচেতন জাতি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। পৃথিবীর শিশুদের উপর অত্যাচার ও শিশুহত্যা চিরতরে বন্ধ করা হোক। আর কোন রাসেল যেন এই বয়সে মৃত্যুবরণ করতে না হয়।’’
Like this:
Like Loading...
Leave a Reply