নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ শিশু একাডেমি রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কনিষ্ঠ পূত্র শেখ রাসেলের ৫৬ তম জন্মদিন পালিত হয়েছে।
১৮ অক্টোবর বিকাল ৪ টায় বাংলাদেশ শিশু একাডেমী রাজশাহীর মিলনায়তনে
জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রচিত "আমাদের ছোট রাসেল সোনা" বই থেকে পাঠ ও শেখ রাসেলকে নিয়ে গল্প, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনজুর কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. সিদ্ধার্থ শংকর তালুকদার।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনজুর কাদের'র স্বাগত বক্তব্যের পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রচিত আমাদের ছোট রাসেল সোনা বই থেকে পাঠ ও শেখ রাসেলকে নিয়ে গল্প বলেন বাংলাদেশ বেতার রাজশাহীর উপস্থাপক ও শিশু একাডেমির আবৃত্তি প্রশিক্ষক আব্দুর রোকন মাসুম, এরপরে বিশেষ অতিথি ও প্রধান অতিথির বক্তব্যের পর শিশুদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
দোয়া মাহফিল পরিচালনা করেন লক্ষীপুর চৌরঙ্গী জামে মসজিদের পেশ ঈমাম হাফেজ মাওলানা মামুনুর রশীদ এবং সমগ্র অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন মরিওম মুঞ্জুরি নিশি।
You cannot copy content of this page