স্মৃতি চত্ত্বর
স্মৃতি চত্ত্বর
অচেনা অজানা শহরে
একা আছি কতটা দূরে।
নীরবে চলি দিন দুপুরে
বাধা নেই রাত্রি আধারে।
দেখা পায় হঠাৎ তোমারে
তুমিহীন থাকি কি করে?
শুধু তোমাকে দেখার তরে
বেচে আছি কষ্টে অনাদরে।
বন্দি এখন শূন্য ঘরে
তবু আছি তোমাকে ছেড়ে।
স্বপ্ন দেখে বুড়িগঙ্গার তীরে
আমি থাকি যতটাই দূরে।
খুঁজছি তোমায় এই নগরে
ক্লান্ত হয়ে পাই স্মৃতি চত্ত্বরে।
অবশেষে দেখা তোমারে
তুমিই জবি, আছ অন্তরে।
লিখেছেনঃ
মোঃ আবদুল্লাহ আল মামুন
সমাজবিজ্ঞান বিভাগ
১৫ তম আবর্তন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
You cannot copy content of this page