প্রতিদিনের সময় ডেস্কঃ সনাতন ধর্মাবলম্বী নাগরিকবৃন্দের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক শ্যামল মজুমদার ব্যক্তিগত পক্ষ থেকে দেশ বিদেশে সকলকে শারদীয় দূর্গা পূজার প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় শ্যামল মজুমদার বলেন, দূর্গা পূজা সনাতন ধর্মাবলম্বী নাগরিকবৃন্দের প্রধান ধর্মীয় উৎসব। এবারের শারদীয় দূর্গা পূজা ভিন্ন প্রেক্ষাপটে অনুষ্ঠিত হচ্ছে। তাই সকলেই সরকারের নির্দেশনা মেনে উদযাপন করার আহবান জানাই।
তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির পূণ্যভুমি বাংলাদেশে সকলে আনন্দ উৎসাহের মধ্যদিয়ে এ উৎসবকে আরো আনন্দময় করে তুলবে এ আশা করি। পূজায় সনাতন ধর্মালম্বী নাগরিকবৃন্দকে দেশ ও জাতির উন্নয়নে ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করার আহবান জানান।
তিনি শারদ উৎসবে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
You cannot copy content of this page