টাঙ্গাইলে মা ও বড় ভাইয়ের সাথে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মিথিলা(৮)নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার বিকালে উপজেলার কুমারজানি এলাকায়। মিথিলা কুমারজানি মধ্যপাড়া গ্রামের মানিক মিয়ার ছোট মেয়ে।সে কুমারজানি সরকারি প্রাইমারি স্কুলে দ্বিতীয় শ্রেণিতে অধ্যয়নরত ছিলো বলে জানা গেছে।
এলাকাবাসী বলেন, মিথিলা সোমবার বিকালে তার মা ও বড় ভাইয়ের সাথে কুমারজানি এলাকার ট্রেন লাইন সংলগ্ন পানিতে মাছ ধরতে যায়। মাছ ধরার এক পর্যায়ে হঠাৎ মা ও তার ভাইয়ের অজান্তে মিথিলা পানির ডুবে যায়।পরে মিথিলাকে না পেয়ে অনেক খোঁজা খোজির বেশ কিছুক্ষণ পর পানির নিচ থেকে মিথিলার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।দুই ভাই-বোনের মধ্যে ছোট ছিলো মিথিলা।
সোমবার বাদ এশা নামাজের জানাযা শেষে নিহতের লাশ সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে পরিবার সুত্র নিশ্চিত করেছে।
Leave a Reply