প্রতিদিনের সময় ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক শ্যামল মজুমদার মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসকে জন্মদিনের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন।
শ্যামল মজুমদার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আশা করছি আগামী ৩রা নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন ইতিহাস রচনা করবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে নারী হিসেবে প্রথম ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে। আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আমি প্রথমেই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি যাতে সৃষ্টিকর্তা আপনাকে দীর্ঘায়ু দান করেন। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রকে যেভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, আমি আশা করবো আরও অনেক বছর আপনি আমাদের এই পথ নির্দেশনা ও দিক নির্দেশনা দিয়ে যাবেন। আপনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।’
প্রসঙ্গত, কমলার মা শ্যামলা গোপালানের বাড়ি ভারতের চেন্নাইয়ে। যুক্তরাষ্ট্রে একটি ডক্টরেট প্রোগ্রামে গিয়ে সেখানকার অভিবাসী বনে যান তিনি। ১৯৬৪ সালের ২০ অক্টোবর অকল্যান্ডে জন্মগ্রহণ করেন কমলা দেবী হ্যারিস। তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার মতো মিশ্র জাতিসত্তার রাজনীতিবিদ। সে জন্য অনেকে তাকে ‘ফিমেল ওবামাও’ বলে থাকেন।
২০০৩ সালে কমলা হ্যারিস সান ফ্রান্সিসকোর অ্যাটর্নি জেনারেল নির্বাচিত হন। ২০১৪ সালে একই পদে পুনঃনির্বাচিত হন। এরপর ২০১৬ সালের সিনেট নির্বাচনে লরেত্তা সানচেজকে পরাজিত করে ক্যালিফোর্নিয়ার তৃতীয় মহিলা সিনেটর হওয়ার পাশাপাশি দ্বিতীয় আফ্রিকান-আমেরিকান মহিলা এবং প্রথম দক্ষিণ এশীয়-আমেরিকান হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটে দায়িত্ব পালন করেছেন।
Leave a Reply