ফরিদপুরের ভাঙ্গায় অভিযান চালিয়ে প্রায় ২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলার ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া বাজার থেকে এসব মাছ জব্দ করা হয় । এসময় প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ ও বিক্রয় করার দায়ে সাঈদ শেখ(৩০) ও বাবু শেখ(৪০) কে আটক করা হয়।
আটককৃতদের বাড়ি উপজেলার ঘারুয়া বাজার এলাকায়। উপজেলা মৎস্য অফিসার দেবলা চক্রবর্তী এ অভিযান পরিচালনা করেন। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ আল-আমীন আটক সাঈদ শেখকে ২১ দিনের কারাদন্ড এবং বাবু শেখকে ১ হাজার টাকা জরিমানা করেন। উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া বাজার এলাকায় মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাঈদের নিকট থেকে মাছ জব্দের পাশাপাশি ২ জনকে আটক করা হয়। পরে প্রজনন মৌসুমে নিষিদ্ধ মা ইলিশ সংরক্ষন ও বিক্রয় করার অপরাধে তাদেরকে সাজা প্রদান করা হয়। জব্দকৃত মাছগুলো এতিমখানার অসহায় ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়। এতে আরও উপস্থিত ছিলেন মৎস্য অফিসের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক সহ এলাকার সচেতন ব্যাক্তি প্রমুখ।
You cannot copy content of this page