1. admin@protidinershomoy.com : admin :
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  3. wp-configuser@config.com : James Rollner : James Rollner
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে কৃষকদের প্রশিক্ষণ ও বিনামূল্যে পুষ্টিসমৃদ্ধ জিংক ধানের বীজ বিতরণ ঠাকুরগাঁওয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে পুষ্টিসমৃদ্ধ জিংক ধানের বীজ বিতরণ ঠাকুরগাঁওয়ের পীরগেঞ্জ জিংক ধানের সম্প্রসারণে কৃষকদের প্রশিক্ষণ ও বীজ বিতরণ বেকারি কারখানায় বিএসটিআইয়ের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা বিএসটিআই’র অভিযানে ব্যাটারি পানি কারখানায় জরিমানা ও সিলগালা রাবি আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মনোবিজ্ঞান ঠাকুরগাঁওয়ে বিনামূল্যে মেডিকেল সেবা পেলেন ২শতাধিক মানুষ রাজশাহী বরেন্দ্র কলেজে বিজয় দিবস পালিত ভূল্লী থানা পুলিশের আয়োজনে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে কৃষকদের প্রশিক্ষণ ও বীজ বিতরণ

ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই-কমিশনারের বেনাপোল বন্দর পরিদর্শন

সংবাদ দাতার নাম
  • সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
  • ৭৩৮ জন পড়েছেন

মোঃসাহিদুল ইসলাম শাহীন,বেনাপোল(যশোর):- মহামারী করোনা ভাইরাস কোভিড-১৯ এর কারনে দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা বেনাপোল বন্দরে কর্মচাঞ্চল্য ফিরিয়ে আনতে ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মোহাম্মাদ ইমরানের বেনাপোল বন্দর পরিদর্শন। রাষ্ট্রদূত ইমরানের বেনাপোলে আগমন এটিই প্রথম।

শুক্রবার(২৩ অক্টোবর) দুপুরের দিকে রাষ্ট্রদূত
তার সফর সঙ্গীদের সাথে নিয়ে ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করেন। বাংলাদেশ এবং ভারত এর মধ্যে দ্বি-পাক্ষিক বানিজ্য সম্প্রসারন এবং পাসপোর্ট যাত্রী যাতায়াতে প্রধান প্রতিবন্ধকতা গুলো দুর করতে তার এই সফর আশাব্যঞ্জক সুফল বয়ে আনবে বলে ধারনা করা হচ্ছে।

এর আগে হাই কমিশনার বেনাপোল সীমান্তের শুণ্য রেখায় পৌছালে বন্দর,কাস্টমস,ইমিগ্রেশন কর্মকর্তাগন ও ব্যবসায়ীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। প্রতিনিধি দলটি বেনাপোল বন্দর পরিদর্শনের আগে ভারতের পেট্রাপোল বন্দর ও ইমিগ্রেশন-কাস্টমসের কার্যাদী ঘুরে-ফিরে দেখেন।

হাই কমিশনারের সফর সঙ্গী হিসেবে ছিলেন, কলকাতার ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান, মিনিসটার পলিটিক্যাল বিএম জামাল হোসেন,কাউন্সিলর শহীদ আজিজ,ফাস্ট সিকিউরিটি কমার্সিয়াল মোঃ আরিফ ও প্রটোকল অফিসার আজিজুল আলম।

বাংলাদেশের ছিলেন, বেনাপোল সিঅ্যান্ডএফ এ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন,সাধারণ সম্পাদক ইমদাদুল হক লতা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি,ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মহাসিন আলী সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।

অপরদিকে, রাষ্ট্রদূত কে স্বাগত জানাতে সেখানে যারা উপস্থিত ছিলেন, তারা হলেন- বেনাপোল সি অ্যান্ড এফ এ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন,সাধারণ সম্পাদক ইমদাদুল হক লতা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি,ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মহাসিন আলী সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন।

এক প্রশ্নের জবাবে,বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান জানান, বাণিজ্যিক দিক দিয়ে চট্রগ্রাম নৌ বন্দরের পরে বেনাপোল স্থল বন্দরের অবস্থান। এপথে বাণিজ্য সম্প্রসারণে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন ও বিভিন্ন পরিকল্পনার বিষয়গুলো হাই কমিশনার মহাদ্বয়কে দেখানো হয়েছে। এছাড়া এপথে পাসপোর্ট যাত্রী যাতায়াত ব্যবস্থা নিয়েও তার
সাথে কথপোকথন হয়।

ভারত-বাংলাদেশ ল্যান্ডপোর্ট ইমপোর্ট-এক্সপোর্ট কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন, এ সময়ে রাষ্ট্রদূতের আগমন এপথে আমদানি -রফতানি বাণিজ্যে গতি ফিরে আসবে বলে মনে করি, আবার ব্যবসায়ীরা যেমন উপকৃত হবেন তেমনি সরকারের রাজস্ব আয়ও বাড়বে।

প্রেরক:- মোঃ সাহিদুল ইসলাম শাহীন
বেনাপোল প্রতিনিধি
শার্শা,যশোর।
মোবাইল:-০১৭৯১৩১২১১১।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page