প্রতিদিনের সময় প্রতিবেদকঃ
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা এনাম জয়নাল আবেদীনকে জাতীয় পার্টি ঢাকা বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য মনোনিত করা হয়েছে। পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপির পরামর্শে পার্টিকে সাংগঠনিকভাবে শক্তিশালী ও বেগবান করার লক্ষ্যে আট বিভাগে আট নেতাকে অতিরিক্ত মহাসচিব হিসেবে দায়িত্ব দিয়ে বিভাগীয় সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। ঢাকা বিভাগীয় সমন্বয় কমিটির অতিরিক্ত মহাসচিব করা হয়েছে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা এমপিকে।
গঠিত ওই কমিটিতে সদস্য করা হয়েছে নবম জাতীয় সংসদের টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মির্জাপুর সরকারি বিশ্ব বিদ্যালয় কলেজের সাবেক ছাত্রনেতা এনাম জয়নাল আবেদীনকে। এদিকে এনাম জয়নাল আবেদীনকে জাতীয় পার্টির ঢাকা বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য মনোনীত করায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এমপি, মহাসচিব জিয়া উদ্দীন আহমেদ বাবলু ও অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকাকে অভিনন্দন জানিয়েছেন টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ।
এ ব্যাপারে এনাম জয়নাল আবেদীন বলেন, ‘ছাত্র জীবন থেকে দলের কর্মী হয়ে কাজ করে যাচ্ছি। দলকে শক্তিশালী করতে দলের প্রয়োজনে মানীয় চেয়ারম্যান যখন যে দায়িত্ব দিবেন তা যথাসাধ্য পালন করবেন বলে উল্লেখ করেন।’
Leave a Reply