পঞ্চগড় জেলার সকল থানায় এবং থানা এলাকার গুরুত্বপূর্ণ মোড় ও বাজার গুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সিসিটিভি
ক্যামেরা বসানোর উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ।
সেই ধারাবাহিকতায় সদর উপজেলার টুনিরহাট বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ১৭ টি সিসিটিভি ক্যামেরা আনুষ্ঠানিক ভাবে বসানো হয়।
শনিবার দুপুরে পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী এই ১৭টি সিসিটিভি ক্যামেরার উদ্বোধন করেন। পরে বণিক সমিতির আয়োজনে এক আলোচনা সভায় অংশ নেন তিনি।
পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, ইতোমধ্যে জেলা জুড়ে চার শতাধিক সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। সুফলও পেতে শুরু করেছেন সাধারণ মানুষ।
তিনি আরও বলেন, যারা বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকছে তাদেরকে সনাক্ত করা সহজ হবে এই সিসিটিভি ক্যামেরায়।
এছাড়াও তিনি নারী ও শিশু নির্যাতন বিরোধী আলোচনার পাশাপাশি মাদক নির্মূলে জনগণকে সোচ্ছার থাকার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ আবু আক্কাস আহমেদ, এসআই কাইয়ুম আলী, কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোজাহার আলী, টুনিরহাট বণিক সমিতির সভাপতি আবেদ আলী শাহ ও সাধারণ সম্পাদক আব্দুল মুমিন প্রমূখ।
জেলা পুলিশ জানান, এই সিসিটিভি ক্যামেরা গুলো সরাসরি পুলিশ কন্ট্রোল রুম থেকে পুলিশের বিশেষ টিম নিয়ন্ত্রন করছে। গত দুইদিনে এই সিসিটিভির মাধ্যমে এক রিক্সা যাত্রীর হারিয়ে যাওয়া ব্যাগ এবং একটি ভ্যান উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।
এদিকে, জেলা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সর্বস্তরের মানুষ।
You cannot copy content of this page