পঞ্চগড়ে পৃথকভাবে অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
তারা হলেন- সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মাটিয়া পাড়া গ্রামের আবেদ আলীর পুত্র আব্দুস সামাদ (৩৫), মুত্তালিব এর পুত্র মোঃ মাসুদ রানা (২০), পৌর শহরের কামাতপাড়া এলাকার আব্দুল মজিদ পাটোয়ারির ছেলে মানিক (৪৫) এবং হাফিজুলের ছেলে জাহিরুল ইসলাম মোনা।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর’র পরিদর্শক আব্দুল মান্নান গ্রেফতারের বিষয় নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মাটিয়াপাড়া এলাকা থেকে আব্দুস সামাদ ও মাসুদ রানাকে ২০০ গ্রাম গাঁজা, কামাতপাড়া এলাকা থেকে মানিককে আধা কেজি এবং জাহিরুল ইসলামকে ১২ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
You cannot copy content of this page