সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শন করেছেন পঞ্চগড় পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী, জেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব।
শনিবার রাতে পৌর এলাকার মোট ছয়টি মণ্ডপে পৃথকভাবে পরিদর্শনে যান তিনি।
এসময় তিনি আসন্ন পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আশা ব্যক্ত করেন। মেয়র পদে বিজয়ী হতে পারলে নগরবাসীর উন্নয়নসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠান ও স্ব-স্ব উৎসব অনুষ্ঠানের উন্নয়ন করবেন বলেও জানান।
একই সাথে, আরিফুল ইসলাম পল্লব মণ্ডপ গুলোতে আর্থিক সহযোগিতাসহ সবার সাথে শারদ শুভেচ্ছা বিনিময় করেন এবং নিজ হাতে শিশুদের লাড্ডু খাইয়ে দেন।
You cannot copy content of this page