(শাহ্ হিরো খুলনা জেলা প্রতিনিধি)আজ শারদীয় দূর্গা পূজার মহা নবমী এই দিনে ১নং আমাদী ইউনিয়নের বিভিন্ন দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন ও নগদ অর্থ প্রদান কালে ১নং আমাদী ইউনিয়নের বার বার নির্বাচিত মাদার তেরেসা পুরষ্কার প্রাপ্ত চেয়ারম্যান জনাব আলহাজ্ব আমীর আলী গাইন বলেন ধর্ম যার যার উৎসব সবার আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে উৎসব উৎযাপন করব,এ সময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ১নং আমাদী ইউনিয়নের বার বার নির্বাচিত আওয়ামীলীগের সভাপতি জনাব আ:সবুর ঢালী,আরো উপস্থিত ছিলেন ১নং আমাদী ইউনিয়েন ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জনাব শের আলী মোল্লা, এ ছাড়া আরো উপস্থিত ছিলেন রাকিবুজ্জামান লিটন,মো:বাদশা,অরুণ,অরুণ,সোহাগ,হাফিজুর রহমান, তৌহিদুল ইসলাম তৌহিদ, মোস্তাহাফিজুর,ইনামুল, রহিম,আজহারুল,হিরো,রবিউল,মশিউর সহ আরো অনেকেই।
You cannot copy content of this page