একটা কবিতা তার জন্যে…
লিখেছেন: শিউলী আক্তার
একটা কবিতা তার জন্যে,
যে আকাশের বুকে মিশে থাকা আকাশি রঙে –
নিজের জীবন রাঙাতে চায়।
একটা কবিতা তার জন্যে,
যে গোধূলি বেলার বৃষ্টি ভেজা বেলী ফুলের সুবাসে-
নিজের মনকে সুবাসিত করতে চায়।
একটা কবিতা তার জন্যে,
যে সমুদ্রের গভীরতায় নিজেকে হারাতে চায়।
এই কবিতা রচনা শুধু তারই জন্যে।।
হয়তো সে জানে না,
কোনো এক জ্যোৎস্না ভেজা রাতে এই কবিতার সৃজন;
যার অল্প আলো এসে পড়েছিল সবুজ কঁচি উচ্ছ্ব লতায়।
হয়তো সে জানে না,
এই কবিতায় মিশে আছে একটা জ্বলন্ত জোনাকির স্পর্শ;
যাকে হাত বাড়িয়ে আনা হয়েছিল –
শিশিরে ভেজা ঘাসের ডগা থেকে।
হয়তো সে জানে না,
এই কবিতা রচনা শুধু তারই জন্যে।।
” ওহে অনুপম, এ কাব্যিক বাগিচার মালী;
ঘুরে যাও একটিবার এসে, শিউলি মালার সাজানো বেলী কুঞ্জে।
রচনা করে যাও একটা গান,
সুরে বিমোহিত হয়ে যাক পুষ্পাঙ্গণের প্রতিটা পুষ্প;
প্রেমের পরশ থেকে যাক পাপড়ির প্রতিটা ভাঁজে।”
হয়তো সে জানে না,
কল্পনা দিয়ে আঁকা এ কবিতার প্রতিটা শব্দের রূপ।
হয়তো সে জানে না,
এ কবিতার প্রতিটা শব্দের আকুলতা।
তবুও এই কবিতা রচনা শুধু তারই জন্যে।।
তবু সে অনুপমের নিকট পরম আকুলতায় চাওয়া ;
সে যেন তার কল্পনার বসনে বরণ করে লয় –
শিউলি মালার সাজানো এই বেলী কুঞ্জ,
আর জ্যোৎস্না ভেজা রাতের জ্বলন্ত জোনাকির স্পর্শ।
কোনো দখিনা হাওয়া যেন তার স্মরণে জাগায়-
সন্ধ্যার শিশিরে ভেজা সেই ঘাসের ডগার রূপ।
তার জানা-অজানার ভিড়ে তবু বলতে চাই,
এই কবিতা রচনা শুধু তারই জন্যে।।
শিউলী আক্তার
সমাজকর্ম বিভাগ
১৫ তম ব্যাচ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
Leave a Reply