কবিতা: ভেদ?
লেখক: সাব্বির রহমান
ডিপার্টমেন্ট : সমাজকর্ম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
জেলা: কুমিল্লা
থানা: চান্দিনা
,,,আজ ভেদাভেদ বড়’ই প্রিয়,
যা ছিল কাল’কে অতীত,
সমাজ’টা ওই দুমড়ে মুছড়ে,
করলো শেষ দু:খপতিত।
,,ক্লান্তি নাই যে তাদের সীমা’য়
দিনরাত্রি ওই যাচন চলে,
শ্রেণিবৈষম্য ও গড়তে তারা,
জ্ঞানবিসর্জন অথৈ জলে।
,,,তবুও প্লাবন মানেনি বাঁধার,
এই সমাজ উদারভাবে।
,,,এমন করে আজ শতসহস্র,
বিচ্ছিন্নতাবাদ স্বগৌরবে।
,,,জ্ঞান আলোয় আঁধার গড়ি,
আসলে সবই দুর্নীতি দান।
,,,,,স্বার্থকেন্দ্রিক নীতিমালা ওই,
জাগায় জ্বালা দেহে প্রাণ।
ওরে! সমাজ!
ওরে! সমাজ ”
সকল ভেদাভেদ দূর হয়ে,
এক হও প্রাণ।
?লেখক: এ.কে.এম সাব্বির রহমান খাঁন
Leave a Reply