সবুজ সরকার বেলকুচি সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ বেলকুচিতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এর আগে মণ্ডপগুলোতে চলে সিঁদুর খেলা আর আনন্দ-উৎসব। হিন্দু সধবা নারীরা প্রতিমায় সিঁদুর পরিয়ে দেন, নিজেরা একে অন্যকে সিঁদুর পরিয়ে দেন। চলে মিষ্টিমুখ, ছবি তোলা আর ঢাকের তালে তালে নাচ-গান।
২৬ অক্টোবর (সোমবার) বেলা চারটার দিকে বেলকুচি উপজেলার বিভিন্ন মন্দির থেকে বিজয়া শোভাযাত্রা বের হয়। উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ থেকে এক এক করে প্রতিমা বেলকুচি আঞ্চলিক সড়কে আসে। আঞ্চলিক সড়ক ও বিভিন্ন সড়ক ঘুরে যমুনার তীরে গিয়ে শোভাযাত্রা শেষ হয়। বিকেল পাঁচটার দিকে উপজেলার মেঘুলা ঘাটে যমুন নদীর তীরে প্রতিমা বিসর্জন দেওয়া শুরু হয়। প্রতিমা বিসর্জন দেখতে শত শত মানুষ ভীড় জমান।
নিরাপত্তা নিশ্চিত করতে বেলকুচিতে পুলিশ, আনসার বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
পঞ্জিকামতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার গজে (হাতি) চড়ে মর্ত্যলোকে এসেছিলেন। আজ স্বর্গালোকে বিদায় নেবেন দৌলনায় চড়েই।
এবার বেলকুচি উপজেলায় ৬০টি স্থায়ী ও অস্থায়ী মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে।
You cannot copy content of this page