নীলফামারীর ডোমার-ডিমলায় হিন্দু সম্প্রদায়ের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে।
শারদীয় শুভেচ্ছা জানাতে উপজেলার পুজামন্ডপে মন্ডপে গিয়ে পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সাধারণ সম্পাদক (কল্যাণ ও পুর্নবাসন) সরকার ফারহানা আখতার সুমি।
অষ্টমী, নবমী ও শুভ বিজয়াতে দুই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে পুজোমন্ডপ পরিদর্শণ করে সনাতন ধর্মাবলম্ভীদের সাথে মতবিনিময় করেন তিনি। এ সময় আর্থিক সহযোগীতাও করা হয় তার পক্ষ্য থেকে।
বাংলাদেশ যুব মহিলা লীগের সহ-শিক্ষা, প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক সরকার ফারহানা আকতার সুমি বলেন, আমি শুধু নির্বাচনের আগে এলাকায় এসে মৌসুমি নেতা হিসেবে পরিচিত হতে চাই না।
বন্যা, ঝড়, শীতসহ যে কোন দুর্যোগে মানুষের পাশে থেকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী হয়ে কাজ করেছি।তিনি বলেন, আমি অবিভুত স্থানীয়দের ভালোবাসা পেয়ে। পুজোমন্ডপ পরিদর্শনকালে উপচে পড়া মানুষ আমাকে যে উৎসাহ জুগিয়েছেন এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
You cannot copy content of this page