স্টাফ রিপোর্টারঃ
বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট একেএম দাউদুর রহমান মিনা ও সাধারণ সম্পাদক রসায়নবিদ ডক্টর জাফর ইকবাল “বঙ্গবন্ধু ফাউন্ডেশন “এর যুক্তরাজ্য শাখার পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে “বঙ্গবন্ধু ফাউন্ডেশন” যুক্তরাজ্য শাখাকে আরও শক্তিশালী এবং গতিশীল করার জন্য ইবশা আহমেদ চৌধুরীকে সভাপতি এবং সিনিয়র সহ-সভাপতি আজিজুল আম্বিয়া, মুরাদ আহমেদকে সাধারণ সম্পাদক করে (৫১) সদস্য বিশিষ্ট নতুন কমিটি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করেন।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি ও যুক্তরাজ্য শাখার কমিটির উপদেষ্টা হলেন আনোয়ার জামান চৌধুরী। যুক্তরাজ্য শাখা কমিটির সভাপতি ইবশা আহমেদ চৌধুরী একসময় সিভিল এনফোর্সমেন্ট অফিসার ছিলেন বর্তমানে লেবার পার্টির কাউন্সিলর পদপ্রার্থী। এবং সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ বর্তমানে পুলিশ অফিসার হিসেবে নিয়োগপ্রাপ্ত ট্রেনিং করছেন পেশাদারিত্বের সাথে কাজ করার জন্য দুইজন পুলিশ অফিসারকে বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখার দায়িত্ব দেওয়া হয়েছে তারা যথাযথভাবে পালন করবেন। উক্ত কমিটির প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক নেতা আতিকুর রহমান হীরা, রাহেলা শেখ, ফয়সাল আম্বিয়া টিটু, আয়েশা আক্তার পপি।
তাই নবগঠিত কমিটিকে বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট একেএম দাউদুর রহমান মিনা, সিনিয়র সহ-সভাপতি শহীদুল আলাম আখন সহ-সভাপতি ডক্টর জিনাত আরা ও সাধারণ সম্পাদক রসায়নবিদ ডক্টর মুহাম্মদ জাফর ইকবাল এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
You cannot copy content of this page