বর্তমান সময়ে গান, নাটক বা মিউজিক ভিডিও প্রকাশ করার জনপ্রিয় মাধ্যম ইউটিউব। এ মাধ্যমে যে কেউ নিজস্ব চ্যানেল খুলতে পারেন। সেই চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা এক লাখের বেশি হলে চ্যানেল মালিককে ইউটিউব কর্তৃপক্ষ সম্মানস্বরূপ সিলভার প্লে বাটন উপহার দিয়ে থাকে। ইউটিউবে সেই লক্ষ্যমাত্রায় সম্প্রতি শুভসংঘের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সোহেল রানা স্বপ্ন এ সম্মাননা অর্জন করেছেন। নিজের নামের শেষের অংশ দিয়ে চ্যানেলের নাম স্বপ্ন মিডিয়া ইউটিউবে তথ্য ও বিনোদনভিত্তিক চ্যানেল প্রতিষ্ঠা করে ১০ মাসে ১ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক পার করে সিলভার প্লে বাটন অ্যাওয়ার্ড পান তিনি। এখন স্বপ্ন মিডিয়া সাবস্ক্রাইব দেড় লাক্ষ। আজ মঙ্গলবার শুভসংঘ পরিচালক ও কালের কণ্ঠ'র সহ সম্পাদক জাকারিয়া জামানের হাত থেকে এই অ্যাওয়ার্ড নেন স্বপ্ন। এ প্রসঙ্গে স্বপ্ন বলেন, ‘এ প্রাপ্তি আমাকে আরও বেশি কাজ করার উৎসাহ জোগাবে। বর্তমানে শিল্পীদের বায়োগ্রাফি নিয়ে নতুনভাবে আরও কিছু কাজ করছি যা খুব শিগগিরই আমার চ্যানেলে পোস্ট হবে। স্বপ্ন বলেন, 'আজ আমি আবেগাল্পুত, কৃতজ্ঞ আমার ভালোবাসার দর্শক ও ভক্তদের কাছে। হাতে পেয়েছি ইউটিউব সম্মাননা সিলভার প্লে বাটন, যেখানে আমার কোনো কৃতিত্বই নেই, সব আমার ভিউয়ার্সের জন্য। যেটা ভালোবাসার অন্য নাম। এটা বলে কখনও বোঝানো যাবে না।'
তিনি আরও বলেন, ইউটিউব চ্যানেল খুলবো কখনো চিন্তাই করি নাই। বন্ধু ইসমাইল পারভেজ ও রেজাউল করিম রেজার অনুপ্রেরণাতেই ইউটিউব চ্যানেলটি চালু করি। এছাড়াও যার কথা না বললেই নয় জাকারিয়া জামান ভাই ও হানিফ সংকেত হাসান ইউটিউব থেকে শুরু করে সকল কাজে আমাকে অনুপ্রেরণা দিয়ে আসছে। আমার চ্যানেলটি এতদূর যাবে, এত সাবস্ক্রাইবার হবে এটাও কখনোই আমি ভাবি নাই।'
প্রসঙ্গ সোহেল রানা স্বপ্ন বসুন্ধরা খাতা কালের কণ্ঠ জাতীয় স্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০১৯ এর কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও বেশ কিছু শর্ট ফিল্ম মিউজিক ভিডিও ও টিভি নাটকে অভিনয় করেছে স্বপ্ন। হয়েছেন রঙ্গ ফ্যাশন হাউজ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর।
You cannot copy content of this page