বিনোদন সময় প্রতিবেদকঃ
আশ্বিনী পূর্ণিমার অপর নাম প্রবারণা পূর্ণিমা। প্রবারণা পূর্ণিমা দিবসে ভিক্ষুদের বিনয় কর্মের মাধ্যমে ত্রৈমাসিক বর্ষাবাসের পরিসমাপ্তি ঘটে। এরপর শুরু হয় দানোত্তম শুভ কঠিন চীবর দান। প্রবারণা শব্দের অর্থ হলো আশার তৃপ্তি, অভিলাষ পূরণ। অন্য অর্থে অকুশল ও পাপকে বারণ, কুশল ও মঙ্গলকে বরণ এবং বর্ষাবাসের পরিসমাপ্তি বোঝায়।
এই পরম পবিত্র প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান নিয়ে এবার দুইটি ধর্মীয় গানের মিউজিক ভিডিও নিয়ে আসছেন চট্টগ্রামের অন্যতম লালনশিল্পী লূপর্ণা মূৎসূর্দ্দী লোপা। উভয় গানের মধ্যে একটি গানের কথা ও সুর করেছেন উপবান বড়ুয়া এবং অপরটির কথা ও সুর করেছেন বড়ুয়া সীমান্ত । দুইটি গানেরই সংগীত পরিচালনায় ছিলেন নিখিলেশ বড়ুয়া, চিত্রগ্রহণ করেন ফয়েজ আহমেদ, সম্পাদনায় ছিলেন আরিফুল ইসলাম শাওন এবং শিল্প নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন বড়ুয়া সীমান্ত এবং জনি বড়ুয়া। এশিয়ার তীর্থস্হান খ্যাত মহামুনি পাহাড়তলীর বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে ভিডিও ধারণ করা হয়। খুব শীঘ্রই মিউজিক ভিডিওগুলো লুপর্ণা মূৎসূ্দ্দী লোপার, অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।
You cannot copy content of this page