সাগর নোমানী, রাজশাহী : রাজশাহীতে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ রাজশাহী মহানগর শাখা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দলটির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে।
৩১ অক্টোবর শনিবার বিকাল ৪ টার সময় জাসদের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গণকপাড়া মোড় থেকে একটি র্যালি শুরু হয় । র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে জিরো পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জাসদ রাজশাহী মহানগরের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী ও সঞ্চালনা করেন মহানগর সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সুজন।
সমাবেশে আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা রাজশাহী মহানগর সহ - সভাপতি মোশাররফ হোসেন, মহানগর সহ -সভাপতি সাহরিয়ার রহমান সন্দেশ, জেলা কমিটির সহ সভাপতি শামসুজ্জামান শামসু, মহানগর সহ- সভাপতি শরিফুল ইসলাম, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল করিম কাজল, যুবজোট রাজশাহী মহানগর সভাপতি শরিফুল ইসলাম সুজন, যুবজোট মহানগর সাধারণ সম্পাদক সুমন চৌধুরী প্রমুখ, মহানগর দপ্তর সম্পাদক গাজী আলমগীর কবির, আব্দুল্লাহ আল মামুন রওনক, মানিক সরকার নাসির উদ্দিন শাহীন, সৈয়দ জোহেব হোসেন রনি,পাভেল ইসলাম মিমুল প্রমুখ ।
জাসদ মহানগর মহানগর সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু তাঁর বক্তব্যে বলেন, দূর্নীতি লুটপাট, অন্যায়-অনাচার, অবিচারের অবসান করতে হবে। সু-শাসন নিশ্চিত করতে হবে। দূর্নীতিবাজ লুটেরা গুন্ডা, ধর্ষক,অপরাধীদের সাথে অসৎ রাজনৈতিক নেতা ও পুলিশ প্রশাসনের অসৎ অফিসারদের সন্ধি ভেঙ্গে দিতে হবে। সর্বস্তরের সুদ্ধি অভিযান শুরু করতে হবে। সামাজিক ও রাজনৈতিক প্রতিরোধ জোরদার করতে হবে।
সভাপতির সমাপনীর বক্তব্যে আব্দুল্লাহ আল মাসুদ শিবলী বলেন, করোনা সংক্রান্ত বিস্তার রোধে সর্তকতা জোরদার করতে হবে। টেস্ট ও চিকিৎসা সেবা সম্প্রসারিত ও সকলের জন্য ভ্যাকসিন সংগ্রহে সর্বাত্মক ব্যবস্হা গ্রহণেরও জোর দাবি জানান তিনি।
You cannot copy content of this page