মোঃ সাহিদুল ইসলাম শাহীন,বেনাপোল(যশোর):- বেনাপোল পোর্ট থানাধীন ছোট আঁচড়া মোড়ে অবস্থিত হাজী বিরিয়ানী হাউজের সামনের পাঁকা রাস্তার উপর থেকে ৩'শ গ্রাম ভারতীয় গাঁজা সহ মোঃ সালাম হোসেন ওরফে আকাশ(২৭) নামে এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্টথানা পুলিশ। আসামী আকাশ সাদিপুর গ্রামের আলী মোল্লার ছেলে।
মঙ্গলবার(৩ নভেম্বর) দুপুরে ভারতীয় গাঁজাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই শফি আহমেদ রিয়েল, এএসআই মাসুম পারভেজ সংগীয় ফোর্স নিয়ে বেনাপোল থানাধীন ছোট আঁচড়া মোড়ে অভিযান চালিয়ে ৩'শ গ্রাম গাঁজাসহ আকাশকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামীর বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় একটি মাদক আইনে মামলা হয়েছে। মামলা নং-০৪, তাং- ০৩/১১/২০২০ ইং। আসামী আকাশ কে আগামীকাল যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।
প্রেরক:- মোঃ সাহিদুল ইসলাম শাহীন
বেনাপোল প্রতিনিধি
শার্শা,যশোর।
মোবাইল:-০১৭৯১৩১২১১১।
You cannot copy content of this page