প্রতিদিনের সময় প্রতিবেদকঃ
১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডের তিন মাসেরও কম সময়ের মধ্যে মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়। এর আগে ১৫ আগস্টের পর এই চার জাতীয় নেতাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
জাতি আজ মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতাকে যথাযথ শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে দেশের ইতিহাসের অন্যতম বর্বরোচিত এই কালো অধ্যায়টিকে স্মরণ করছে।
বহির্বিশ্বের বিভিন্ন দেশের যুবলীগ সম্মিলিত ভাবে স্বাস্থ্যবিধি মেনে অনলাইনে পালন করেছে শোকাবহ এই দিনটি।
এই ভার্চুয়াল মিটিং এর আলোচনায় অংশ গ্রহণ করেন জার্মান যুবলীগের আমানউল্লাহ ইসলাম, গ্রীস যুবলীগের আহবায়ক কামরুল হাসান,সুইডেন যুবলীগের আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক যুবায়দুল হক সবুজ,ইতালি যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত করিম, ফ্রান্স যুবলীগের মিজানুর রহমান, ইতালি যুবলীগের দফতর সম্পাদক সোহেল বকসী, ইতালি যুবলীগের সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মহিউদ্দিন তপদার,নেদারল্যান্ডস যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসাইন(প্র), বেলজিয়াম যুবলীগের যুগ্ন সম্পাদক মোস্তাফিজ উল আলম,প্রচার সম্পাদক মোহাম্মদ আরিফ উদ্দিন, মালয়েশিয়া যুবলীগের আহবায়ক কমিটির সদস্য জহিরুল ইসলাম জহির, ফ্রান্স যুবলীগের লাবু চৌধুরী, ইতালি যুবলীগের শাহাদাত হোসেন রনি,রফিক বেপারী,সৈয়দ সুমন, অনিক হাওলাদার ও সাদ্দাম হোসেন।
আলোচক বৃন্দ তাদের আলোচনায় বলেন পৃথিবীতে সুরক্ষিত ও নিরাপদ জায়গা হল জেলখানা আর সেই জেলখানাতে নির্মম ভাবে হত্যা করা হয়েছে বাংলার চার বীর সেনানিকে যা ঘৃনা ভরে লিখা আছে স্বাধীন দেশের ইতিহাসে। তাই এর পুনাবৃত্তি যাতে বাংলার মাটিতে না হয় এইজন্য বর্তমান যুবলীগের চেয়ারম্যান জনাব ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক জনাব মাইনুল হোসেন খান নিখিল ভাইয়ের নেতৃত্বে বহির্বিশ্বের বিভিন্ন দেশের যুবলীগকে সুসংগঠিত করে যুব শক্তিকে কাজে লাগিয়ে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।
ফ্রান্স যুবলীগের মিজানুর রহমানের পরিচালনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা সহ স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও মুনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বেলজিয়াম যুবলীগের সাধারণ সম্পাদক খালেদ মিনহাজ।
Leave a Reply