প্রতিদিনের সময় প্রতিবেদকঃ নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস’কে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক শ্যামল মজুমদার।
এক শুভেচ্ছা বার্তায় শ্যামল মজুমদার বলেন, ‘‘নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস কে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন।
দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে শ্বাসরুদ্ধকর অবস্থার মধ্যে দিয়ে অঘটন ঘটিয়সী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে যুক্তরাষ্ট্রের নতুন ইতিহাস সৃস্টি করেছেন জো বাইডেন এবং কমলা হ্যারিস। কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট এবং ভারতীয় বংশোদ্ভুদ। আপনাদের নেতৃত্বে আমেরিকানরা অতীতের যেকোন সময়ের চেয়ে বেশী ঐক্যবদ্ধ থাকবেন। আপনাদের নেতৃত্বে যুক্তরাষ্ট্র বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবে বলে আশা করছি। শুভ হোক আগামীর পথ চলা।’’
মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক শ্যামল মজুমদার নির্বাচনের পূর্বেই জো বাইডেন এবং কমলা হ্যারিস বিজয়ী হবেন বলে আগাম জানিয়েছিলেন দৈনিক প্রতিদিনের সময়কে।
প্রসঙ্গত,
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রেকর্ড ভেঙেছেন জো বাইডেন। এত ভোট এর আগে কোনও প্রেসিডেন্ট পদপ্রার্থী কখনও পাননি। এর আগে ২০০৮ সালে বারাক ওবামা সর্বোচ্চ ভোট পাওয়ার রেকর্ড করেছিলেন। এবার ওবামার ভোটের থেকেও বেশি ভোট পেলেন জো বাইডেন।
এটা স্পষ্ট হলো যে, সেদেশের মানুষ জো বাইডেনকেই বেশি পছন্দ করেন। অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিলেন তিনি। নির্বাচনের ইতিহাসের পাতায় নাম উঠলো ডেমোক্রেটিক পদপ্রার্থী জো বাইডেনের।
স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত বাইডেন পেয়েছেন ৭ কোটি ৮ লাখ ৬ হাজার ২৪৫ ভোট। আর ২০০৮ সালে বারাক ওবামা পেয়েছিলেন ৬ কোটি ৯৪ লাখ ৯৮ হাজার ৫১৬ ভোট।
Leave a Reply