প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৫:১০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৭, ২০২০, ১২:৫৭ অপরাহ্ণ
রামগঞ্জে উঃ সোনাপুরে একটি ব্রীজের অভাবে জনদুর্ভোগে পুরো গ্রামের মানুষ
আবদুর রহমান,নিজস্ব প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পৌর ১ নং সোনাপুর ওয়ার্ডের অনুব্যাপারী বাড়ি সংলগ্ন রামগঞ্জ হাজীগঞ্জ খালের উপর একটি ব্রীজের অভাবে জনদুর্ভোগে পুরো গ্রামের মানুষ। জানা যায়, প্রায় ত্রিশ থেকে চল্লিশ বছর পুর্ব থেকে বাশের সাকো ব্যাবহার করে কোমলমতি ছাত্রছাত্রীদের স্কুল, মাদ্রাসায় যেতে হয়।
মুসুল্লিদের ঝুকি নিয়ে যেতে হয় মসজিদ মাদ্রাসা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে । এই সাকো পাড়ি দিয়ে যেতে হয় উঃ সোনাপুর ক্বারী সাহেব মসজিদ, ঈদগাহ মাঠ, নুরানি মাদ্রাসা, উঃ সোনাপুর আহমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে।
স্থানীয় আবুল কাশেম, খোরশেদ আলম, আবু তাহের,মোস্তফা সহ বেশ কয়েকজন গ্রামবাসী জানান,উক্ত সাকোটি ভেঙ্গে নতুন একটি ব্রীজ করে দেওয়ার জন্য আমরা গ্রামবাসীরা বিভিন্ন দফতরে যোগাযোগ করেও কোন কাজ হয়নি। এমনকি বর্তমান সংসদ সদস্য ড. আনোয়ার খানও জনদুর্ভোগ দেখে ব্রীজটি করে দিবেন বলে আশ্বস্ত করেন। তাই এমপি মহোদয়ের কাছে আমাদের আকুল আবেদন অতিদ্রুত আমাদের চলাচলের উপযোগী একটি নতুন ব্রীজ উপহার দিয়ে জনদুর্ভোগ নিরসনের কাজ করবেন।
© 2024 Probashtime