আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের বাউরখাড়া ওয়ার্ড মেম্বার পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিশিষ্ট সমাজসেবক খোরশেদ পাটওয়ারী গনসংযোগ ও এলাকার সকল শ্রেনী পেশার মানুষের সাথে কুশলাদি বিনিময় করে যাচ্ছেন।
১৩ই নভেম্বর শুক্রবার আসরের নামাজের পর গণসংযোগকালে মেম্বার পদপ্রার্থী খোরশেদ পাটওয়ারী বলেন, তিনি বর্তমানে মেম্বার না হয়েও বাউরখাড়া ওয়ার্ডে নানান উন্নয়নমুলক কাজ করেছেন।
যার প্রমান ২০১৯ সালে বাউরখাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠ বাবদ ৬ লক্ষ ৪০ হাজার টাকার উন্নয়ন,বাউরখাড়া মকবুল পাটওয়ারী বাড়ি কবরস্থান গাইড ওয়াল ও পুকুর পাড় গাইড ওয়াল নির্মান বাবদ ৬ লক্ষ ৪০ হাজার টাকার উন্নয়ন, সলিমউদ্দিন শেখের বাড়ির কবরস্থান গাইড ওয়াল নির্মান বাবদ ৬ লক্ষ ৫০ হাজার টাকার উন্নয়নমুলক কাজ সহ বিভিন্ন বাড়িতে টিউবওয়েল স্থাপন, মসজিদে মাদ্রাসা সহ বিভিন্ন স্থানে ৭৫ টি সোলারের ব্যাবস্থা সহ নানান উন্নয়নমুলক কাজ করেছেন। এখনো অনেক রাস্তাঘাটের বেহাল দশা ও নানান সমস্যায় জর্জরিত বাউরখাড়া এলাকাবাসীর পাশে থাকতে তিনি মেম্বার পদে প্রার্থী হয়েছেন।ইনশাআল্লাহ জনগন তাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করলে বাউরখাড়ার জনগনের সেবা সহ সকল উন্নয়নমুলক কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন। সেজন্য বাউরখাড়ার সকল শ্রেনীপেশার মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।
You cannot copy content of this page