সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফ্রেন্ডশিপ ফুটবল ম্যাচে ড্র হয়ে দু-দলে গোলের সংখ্যা দাড়িয়েছে ১-১।শনিবার(১৪) নভেম্বর বিকালে উপজেলার বামন ঘিয়ালা প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্রেন্ডশিপ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।উক্ত ফ্রেন্ডশিপ ফুটবল ম্যাচে যে দুটি দল অংশ গ্রহন করেন তার একপ্রান্তে ছিলেন,বামন ঘিয়ালা এনলাইটেন স্পোর্টিং ক্লাব বনাম সড়াতৈল অনির্বাণ স্পোর্টিং ক্লাব।খেলা শুরু হবার পর বিরতির ১ মিনিটের মধ্যে প্রথম ফ্রেন্ডশিপ ফুটবল ম্যাচে সড়াতৈল অনিবার্ণ স্পোর্টিং ক্লাব ১ গোল করেন। এর পর বামন ঘিয়ালা এনলাইটেন স্পোর্টিং ক্লাবের হয়ে বিরতির পর ১২ মিনিটের মধ্যে গোল করেন ডাঃ আলামিন সরকার আশিক।দু-দলের সকল খেলোয়াড় সর্বোচ্চ চেষ্টা করেছেন গোল করার জন্য।খেলা চরম উত্তেজনা বিরাজ করেছিলো।অবশেষে দু-দলে ১-১ টি করে গোল হয়ে খেলাটি সমাপ্তি হয়। তবে দু-দলের গোল রক্ষক দারুণভাবে অসংখ্য বল সেভ দিয়েছেন। মাদকমুক্ত যুবসমাজ গড়তে ও সুস্থ ক্রীড়া চর্চাই আমাদের লক্ষ বললেন ডাঃ আলামিন সরকার আশিক।
You cannot copy content of this page