পঞ্চগড় পৌরসভার নির্বাচন ধীরে ধীরে জমে উঠেছে। মেয়র, সাধারণ কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নির্বাচন করার জন্য প্রার্থীরা ভোটারদের ঘরে ঘরে ঘুরে বেড়াচ্ছেন। এলাকাভিত্তিক তারা উঠান বৈঠকসহ মিটিং পরামর্শ চালিয়ে যাচ্ছেন। কেউ কেউ প্রচারনা পোষ্টার পুরো পৌরসভায় লাগিয়ে দিয়েছেন। অনেকে আবার নির্বাচনের জন্য দোয়াও চেয়েছেন। পঞ্চগড় পৌরসভার ওয়ার্ডের মহিলা কাউন্সিলর প্রার্থী মালেকা ইয়াসমিন। তিনি পঞ্চগড় জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক। তার সাথে তিনি অঙ্গীকার মহিলা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক পদে রয়েছেন। তিনি তার অফিসে বসে এবং এলাকাঘুরে তিনি সব সময় এলাকার লোকজনদের খোজ খবর নিচ্ছেন। তার সংস্থা থেকে এলাকার অসহায় গরীব, দুস্থ, স্বামী পরিত্যক্ত মহিলাদের দর্জি, বুটিক, কারুকাজ, কম্পিউটারসহ বিভিন্ন প্রশিক্ষন দিয়ে কর্মসংস্থানের সৃষ্টির সুযোগ করে দিয়েছেন। তাছাড়াও তিনি তার নিজের এলাকার পাশাপাশি পঞ্চগড় সদর উপজেলার অন্যান্য ইউনিয়নের লোকজনদেরকেও প্রশিক্ষন দিয়েছেন। স্থানীয় সরকার মন্ত্রনালয়, মহিলা বিষয়ক মন্ত্রনালয়, সমাজ কল্যান মন্ত্রনালয়,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়, যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের মাধ্যমে তাদেরকে প্রশিক্ষন দিয়েছেন। তিনি বলেন, মডেল ওয়ার্ড গড়ার প্রত্যয় নিয়ে কাউন্সিলর পদে প্রার্থী হবেন। কিনি আরও বলেন, আমার একটি সামাজিক প্রতিষ্ঠান থাকার কারনে সরকারি, বেসরকারি এনজিও ও দেশী বিদেশী এনজিওর মাধ্যমে মানুষের পাশে দাড়াতে পারবো। মালেক ইয়াসমিন পঞ্চগড় পৌরসভার ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রার্থীতা ঘোষণা করেন। তার প্রচারনা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হচ্ছে। দোয়া কামনা করে পরিচিতি পোষ্টার তার ওয়ার্ডে ছেয়ে গেছে। মালেকা ইয়াসমিন বলেন, এলাকার মহিলা কাউন্সিলর পদে বিজয়ী হলে এলাকার বয়স্ক মহিলাদের বয়স্ক ভাতার কার্ড, স্বামী মারা গেছে এমন মহিলাদের স্বামী পরিত্যক্ত কার্ড, যারা গরীব দিন মজুর তাদের রেশন কার্ডসহ সকল ধরনের সুযোগ সুবিধা প্রদান করবো। দরিদ্র নারীদেরকে মাতৃকালিন ভাতা প্রদানের ব্যবস্থা করবো। এলাকা থেকে যৌতুক, বাল্য বিবাহ বন্ধ করে দিবো। একটি মডেল ওয়ার্ড হিসেবে যা প্রয়োজন তাই করবো।
You cannot copy content of this page